জোড়া খুনের মামলায় প্রধান আসামির ফাঁসি
প্রতীকী ছবি
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর গ্রামের অচর্না কবিরাজ ও রানী বালা খুনের মামলায় প্রধান আসামিকে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত গবিন্দ চন্দ্র কবিরাজ ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার দুপুরে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আতাউর রহমান এ রায় দেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১০ সালের ২৮ জুলাই রামভদ্রপুর গ্রামের একটি মন্দিরে তার ছেলের বউ অর্চনা কবিরাজকে এবং হত্যার দৃশ্য দেখে ফেলায় ভাইয়ের বউ রানী বালাকে নৃশংসভাবে খুন করে গোবিন্দ। এ ঘটনায় অর্চনার স্বামী লাল মোহন কবিরাজ ভেদরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
মো. ছগির হোসেন/এএম/এমএস