আলোচনা সাপেক্ষে নাসিক নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন


প্রকাশিত: ০১:২১ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৬

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে আলোচনা করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ।

শাহনেওয়াজ শনিবার চাঁদপুরে ব্যক্তিগত সফরে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ১৪ ডিসেম্বর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক হবে। ওই বৈঠকের ওপরই নির্ভর করবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।