হবিগঞ্জে ৩ চেয়ারম্যানসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৬

হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান ও দুইজন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার যাচাই-বাছাইয়ের প্রথম দিনে তাদের মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার।

বাতিল হওয়া প্রর্থীরা হলেন, চেয়ারম্যান পদে অ্যাড. এনামুল হক মোশাহিদ, কৃষক শ্রমিক জনতা লীগ নেতা অ্যাড. মনমোহন দেবনাথ ও হাফিজুর রহমান এবং সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী দিলারা বেগম ও রোকেয়া আক্তার রুকু। এখন চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হিসেবে রয়েছেন আওয়ামী লীগ দলীয় ডা. মুশফিক হুসেন চৌধুরী।

পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক সাবিনা আলম।

উল্লেখ্য, জেলা পরিয়দ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, সাধারণ সদস্য পদে ৯১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।