মাদারীপুরে ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ


প্রকাশিত: ১২:২৫ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৬

আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে। বাছাই শেষে ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে একজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল ১০টায় চেয়ারম্যান ও সংরক্ষিত নারী সদস্যদের এবং বেলা ২টায় দুই দফায় প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া শেষ হয়।

এ সময় আয়কর রিটার্নের কাগজপত্র জমা না দেয়ায় চেয়ারম্যান প্রার্থী ডা. আবদুল বারী এবং সাধারণ সদস্য প্রার্থী শেরে  আলম হাওলাদার প্রস্তাবক ও সমর্থকের ভোটার ক্রমিক গড়মিল হওয়ায় মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। রিটার্নিং অফিসার ও মাদাীপুর জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস এসব মনোনয়ন অবৈধ ঘোষণা করেন।

এছাড়া সংরক্ষিত মহিলা ৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং অফিসার। তবে শিবচর উপজেলার রাজৈর অংশের ১ এবং ২ নং সংরক্ষিত ওয়ার্ডের একক প্রার্থী থাকায় আয়শা সিদ্দিকা ও জেনিফার ফেরদৌস এবং সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে মো. সেলিম হাওলাদার, ২ নং ওয়ার্ডে মেহেদি হাসান শওকত, ৩ নং মো. রোমান উজ্জামান ৪ নং শাহরিয়ার খান, ৫ নং ওয়ার্ডে মো. আজিজুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচত হওয়ার পথে রয়েছেন।

উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মিয়াজ উদ্দিন খানন ও স্বতন্ত্রপ্রার্থী অ্যাডভোকেট সুজিত চ্যার্টাজী বাপ্পি নির্বচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংরক্ষিত নারী আসনের সদস্য আয়শা সিদ্দিকা জানান, প্রধান মন্ত্রী শেখ হাসিনা জেলা পরিষদে ৫ জন নারীকে প্রতিনিধি নির্বাচিত হয়ে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। এতে নারীরা জেলা উপজেলা পর্যায়ে রাজনীতিতে অংশ নিয়ে অনেক এগিয়ে যাবে।

এদিকে শিবচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনি সম্পাদক মো. সেলিম হাওলাদার জানান, মাদারীপুর-১ (শিবচর) আসনের জাতীয় সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর প্রতি আস্থা ও বিশ্বাস রেখে শিবচর উপজেলা আওয়ামী লীগ ও তার দলের সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে অপর কোর কোন রাজনৈতিক দল ও ব্যক্তি নির্বাচনের অংশগ্রহণ করেনি।

এ কে এম নাসিরুল হক/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।