রেডিও সুনামগঞ্জের পরীক্ষামূলক সম্প্রচার শুরু


প্রকাশিত: ০৯:৩০ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৬

‘সবার সাথে, সমৃদ্ধির পথে’ এই শ্লোগান নিয়ে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করেছে রেডিও সুনামগঞ্জ। এটি সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরের একটি প্রযোজনা। সোমবার সন্ধ্যায় রেডিও সুনামগঞ্জ ভবনের হলরুমে এক উৎসবমুখর পরিবেশে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের সমবেত কণ্ঠে গাওয়া জাতীয় সঙ্গীতের মাধ্যমে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করেছে রেডিও সুনামগঞ্জ।

জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুল হাসানের সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের মাধ্যমে রেডিও সুনামগঞ্জ যাত্রা শুরু করে। জেলা প্রশাসক (যুগ্ম সচিব) শেখ রফিকুল ইসলাম এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির যুগে মিডিয়া একটি বড় মাধ্যম। উন্নয়নে গণমাধ্যমের রয়েছে বিরাট অবদান। সুনামগঞ্জের উন্নয়ন, সংস্কৃতি ও সম্ভাবনা বিশ্বপরিসরে তুলে ধরতে রেডিও সুনামগঞ্জের যাত্রা শুরু হয়েছে। এটি হবে জেলার ৩০ লাখ মানুষের হৃদয়ের স্পন্দন।

রাজু আহমেদ রমজান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।