৩ যুবলীগ কর্মীর খুনিদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
নাটোর পৌর যুবলীগের তিন কর্মীর হত্যাকারীদের চিহ্নিত ও গ্রেফতারের দাবি জানিয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন নাটোর পৌর যুবলীগ।
মঙ্গলবার ভোরে ৩ যুবলীগ কর্মীর মরদেহ দিনাজপুর থেকে নাটোরে আনার পর সকাল সাড়ে ১০টায় শহরের কানাইখালী মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে শহরের অদূরে গাড়িখানা কবরস্থানে তাদের দাফন করা হয়।
জানাজায় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন ও নিহতদের পরিবারের স্বজনরা অংশ নেন।
জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় এমপি শফিকুল ইসলাম শিমুল বলেন, জেলার সক্রিয় ৩ যুবলীগ কর্মীর এমন মৃত্যু মেনে নেয়া যায় না। তারা নিখোঁজ হবার খবর শুনে সরকারের প্রতিটি দফতরে আমি খোঁজ করেছি, বিশেষ করে র্যাবের রাজশাহী ও ঢাকা হেডকোয়ারর্টারে নিখোঁজদের ব্যাপারে জানতে চাইলে তারা স্বীকার করে নাই। পুলিশ জানাতে পারে নাই তাদের কে, কারা, কোথায় নিয়ে গেছে।
সোমবার সকালে জানতে পেরে প্রধানমন্ত্রীকে অবহিত করার পর তিনি হত্যাকারীদের ধরতে বিশেষ নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।
শিমুল আরো বলেন, নিজ দলের, দলের বাইরের অথবা আইলশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেই হোক না কেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচার করা হবে।
নাটোর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সায়েম হোসেন উজ্জল বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের সনাক্ত ও গ্রেফতার করা না হলে নাটোরসহ সমগ্র উত্তরবঙ্গ অচল করে দেয়া হবে।
রেজাউল করিম রেজা/এফএ/পিআর