বরগুনায় মনোনয়ন ফেরত পেলেন দুই প্রার্থী


প্রকাশিত: ১১:৫২ এএম, ০৬ ডিসেম্বর ২০১৬

বরগুনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আপিলে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন বরগুনা জেলা জাপার  সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাফরুল হাসান ফরহাদ। একই দিনে সংরক্ষিত সদস্য পদে এ নির্বাচনে অংশ নেয়ার রায় পেয়েছেন ১নং বরগুনা সদর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী ও সাবকে সংরক্ষিত নারী ইউপি সদস্য আফরোজ সুলতানা আঁখি।

জেলা পরষিদ নির্বাচনে বরিশাল আঞ্চলিক আপিল র্কতৃপক্ষের পক্ষে বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নূরুল আলম মঙ্গলবার বিকেলে এ রায় দেন।

এর আগে গত ৩ ডিসেম্বর ত্রুটিপূর্ণ মনোনয়ন পত্র দাখিল করার কারণে তাদের মনোনয়ন পত্র বাতিল করেন বরগুনা জেলা  রিটার্নিং অফিসার ও বরগুনার জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম।

সাইফুল ইসলাম মিরাজ/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।