গাইবান্ধা হানাদার মুক্ত দিবস পালিত


প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০৭ ডিসেম্বর ২০১৬

৭ ডিসম্বের গাইবান্ধা হানাদারমুক্ত দিবস উপলক্ষে বিজয় র‌্যালি, দোয়া খায়ের ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। বীরপ্রতীক মাহবুব এলাহী রঞ্জুর নেতৃত্বে একটি বিজয় র‌্যালি শহরের পূর্বপাড়া লোন অফিস চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিটি পৌর বিজয় স্তম্ভে গিয়ে শেষ হয়।

পরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে হানাদার মুক্ত দিবস উদযাপন কমিটির সমন্বয়কারি মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

Gaibandha

এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামছুল আজম, মাহবুব এলাহী রঞ্জু বীরপ্রতীক, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা জাসদ সভাপতি শাহ শরিফুল ইসলাম বাবলু, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মবিনুল হক জুবেল, ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আকবর, ওয়াশিকার মো. ইকবাল মাজু, এনামুল হক টুকু ও মজিবুর রহমান প্রমুখ।

জিল্লুর রহমান পলাশ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।