হবিগঞ্জে অবৈধ মবিল কারখানার সন্ধান


প্রকাশিত: ০৯:০৪ এএম, ০৮ ডিসেম্বর ২০১৬

হবিগঞ্জে অবৈধ মবিল কারখানার খোঁজ পেয়েছে সিআইডি পুলিশ। বৃহস্পতিবার সকালে শহরের উমেদনগর এলাকায় এ কারখানা আবিষ্কার করা হয়।

এসময় কারখানা থেকে প্রায় ৫শ ড্রাম মবিল, লেবেল তৈরির মেশিন ও অবৈধ মবিল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

হবিগঞ্জের সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) বসু দত্ত চাকমা জানান, গোপন সূত্রে খবর পেয়ে তারা কামড়াপুর এমএ রব ব্রিজ এলাকায় সকালে অভিযান চালান। এসময় নকল মবিল বিক্রিকালে আমির হোসেনকে আটক করেন।

তার স্বীকারোক্তির ভিত্তিতে ওই এলাকায় মবিল তৈরির কারখানায় অভিযান চালান। সেখান থেকে সাগর ইসলাম কাশেম নামে আরও একজনকে আটক করা হয়।

Habigonj

অভিযানের খবর পেয়ে কারখানার মালিক হোসেন আহমেদ ও আক্কাছ আলী পালিয়ে গেছেন। তারা কারখানায় নকল সুপার ফর্টি, টাইটানিক ফর্টি ও টোটাল নাম ব্যবহার করে নকল মবিল বিক্রি করে আসছেন।

আটকরা জানান, জেলায় চাহিদার ৯৫ শতাংশই নকল মবিল বিক্রি হচ্ছে। প্রতি লিটার বোতল তারা ১৪০ টাকা দরে দোকানিদের কাছে বিক্রি করে। দোকানীরি তা গ্রহকদের কাছে ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি করে থাকেন।

অভিযানে অংশ নেন সিআইডির ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক, নুনু মিয়া ও এসআই জুয়েল সরকার।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।