মাছ ধরা নিয়ে সুনামগঞ্জে সংঘর্ষ


প্রকাশিত: ০১:০৮ পিএম, ১০ ডিসেম্বর ২০১৬
প্রতীকী ছবি

মাছ ধরা নিয়ে সুনামগঞ্জের ছাতকে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষে গুরুতর আহত মছব্বির, আব্দুল কাদির ও সাহাব উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কালারুকা ইউনিয়নের রায় সন্তোষপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় ঝাউয়াখাড়া সেতুর পাশের একটি ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে রায় সন্তোষপুর গ্রামের ইউপি সদস্য আখল মিয়া ও একই গ্রামের ছালিক মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

ছাতক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
    
রাজু আহমেদ রমজান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।