মেহেরপুরে ৫শ’ বোতল ফেনসিডিলসহ আটক তিন
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মুজিবনগর-দর্শনা সড়কের রতনপুর নামক স্থানে অভিযান চালিয়ে পাঁচশো বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে মুজিবনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।
আটককৃতরা হচ্ছেন রাজবাড়ি জেলা শহরের আনিস আহম্মেদ (২৫), একই জেলার বলদিয়ার মানিক সর্দ্দার (৩২) ও চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুরের সুমন হোসেন (২৬)।
মেহেরপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আব্দুল জলিল জানিয়েছেন, মেহেরপুর-চুয়াডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে ফেনসিডিল সংগ্রহ করে ওই তিন মাদক ব্যবসায়ী। ফেনসিডিলগুলো রাজবাড়ী নেয়ার উদ্দেশ্যে তারা রতনপুর সড়কের পাশে অবস্থান করছিল। এসময় পুলিশের অভিযানে তাদেরকে ফেনসিডিলসহ আটক করা হয়। আটক তিনজনের নামে মুজিবনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
এসএইচএ/এআরএস/আরআইপি