ঝালকাঠিতে ২৫ জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১০ ডিসেম্বর ২০১৬

ঝালকাঠির নলছিটিতে দুই আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় এবং নাশকতার পরিকল্পনার অভিযোগ এনে ২৫ জামায়াত-শিবির নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ।

শনিবার সকালে থানা পুলিশের উপ-পরিদর্শক মাইনুল ইসলাম বাদী হয়ে নলছিটি থানায় এ মামলা করেন।

মামলায় নলছিটি জামায়াতের রোকন মাওলানা সাইদুর রহমান, নাসির উদ্দিন ও মো. শাহাবুদ্দিনসহ ৭ জনের নাম উল্লেখ ছাড়া অজ্ঞাত ১৮ জনকে আসামি করা হয়।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বহরমপুর গ্রামে জামায়াতের গোপন বৈঠকে বাধা দেয়ায় ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাজাদা লস্করকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।

এ সময় স্থানীয়দের সহযোগিতায় তিন জামায়াত কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে দুইটি চাঁদা আদায়ের রশিদ, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। শনিবার দুপুরে তিন জামায়াত নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা যায়, বিজয় দিবসকে সামনে রেখে উপজেলা জামায়াতের সাবেক আমির মালেক মৃধার বাড়িতে গোপন বৈঠক করছিল ২০-২৫ জন জামায়াত-শিবির নেতাকর্মী।

খবর পেয়ে ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামালের নেতৃত্বে ৭-৮ জন নেতাকর্মী বাড়িটি ঘেরাও করে। বিষয়টি টের পেয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বৈঠক থেকে বেরিয়ে চাকু, লোহার রড ও লাঠি নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সুলতান মাহামুদ জানান, মামলার অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তও চলছে বলে জানান তিনি।  

মো. আতিকুর রহমান/এএম



 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।