তুলাসার হাওড়ে অতিথি পাখির সমাহার
শরীয়তপুর তুলাসার হাওড়ে আসতে শুরু করেছে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি। হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে এসব পাখি আসে এখানে একটু উষ্ণতার জন্য।
চারদিকে শীতের আবহ। রাতে কুয়াশা, সকালে শিশিরকণার ঝলকানি। শীত ঋতুর এই সন্ধিক্ষণে প্রকৃতিতে যোগ হয়েছে ভিন্ন মাত্রা। বরাবরের মতো এবারও শরীয়তপুর তুলাসার হাওড়ে এসেছে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। তাদের কলকাকলিতে প্রাণপ্রাচুর্যে ভরে উঠেছে শরীয়তপুর তুলাসার হাওড়। 
বালিহাঁস, বাটুল, চখাচখি, শামুকখোলসহ অন্যান্য পাখির চঞ্চল ওড়াওড়ি মুগ্ধ করে যেকোনো মানুষকে। অথচ এক শ্রেণির অসাধু চক্র শুধু অর্থের লোভে নির্মমভাবে শিকার করছে এসব অতিথি পাখি।
বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে অতিথি পাখি শিকার ও বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ। কিন্তু এ আইনের সুষ্ঠু প্রয়োগ নেই বলে এই মৌসুমে পাখি শিকারিদের ব্যবসা চলে। শুধু পেশাদার নয়, অনেক শৌখিন শিকারিও অতিথি পাখি শিকার করেন। প্রতিদিনই মারা পড়ছে অতিথি পাখি। এতে মারাত্মক হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র।
ছগির হোসেন/এফএ/এমএস