তুলাসার হাওড়ে অতিথি পাখির সমাহার


প্রকাশিত: ০৫:০২ এএম, ১১ ডিসেম্বর ২০১৬

শরীয়তপুর তুলাসার হাওড়ে আসতে শুরু করেছে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি। হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে এসব পাখি আসে এখানে একটু উষ্ণতার জন্য।

birt

চারদিকে শীতের আবহ। রাতে কুয়াশা, সকালে শিশিরকণার ঝলকানি। শীত ঋতুর এই সন্ধিক্ষণে প্রকৃতিতে যোগ হয়েছে ভিন্ন মাত্রা। বরাবরের মতো এবারও শরীয়তপুর তুলাসার হাওড়ে এসেছে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। তাদের কলকাকলিতে প্রাণপ্রাচুর্যে ভরে উঠেছে শরীয়তপুর তুলাসার হাওড়।

birt

বালিহাঁস, বাটুল, চখাচখি, শামুকখোলসহ অন্যান্য পাখির চঞ্চল ওড়াওড়ি মুগ্ধ করে যেকোনো মানুষকে। অথচ এক শ্রেণির অসাধু চক্র শুধু অর্থের লোভে নির্মমভাবে শিকার করছে এসব অতিথি পাখি।

birt

বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে অতিথি পাখি শিকার ও বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ। কিন্তু এ আইনের সুষ্ঠু প্রয়োগ নেই বলে এই মৌসুমে পাখি শিকারিদের ব্যবসা চলে। শুধু পেশাদার নয়, অনেক শৌখিন শিকারিও অতিথি পাখি শিকার করেন। প্রতিদিনই মারা পড়ছে অতিথি পাখি। এতে মারাত্মক হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র।

ছগির হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।