প্রতীক পেলেন ঝালকাঠি জেলা পরিষদের সদস্য প্রার্থীরা


প্রকাশিত: ১০:২৪ এএম, ১২ ডিসেম্বর ২০১৬

ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার দুপুরে  জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে প্রার্থীদের উপস্থিতিতে জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মিজানুল হক চৌধুরী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।   

প্রতীক পেলেন যারা- রাজাপুরের সংরক্ষিত (২ নং) আসনে লিপি আক্তার  (টেবিল ঘড়ি) ও নাসরিন সুলতানা মুন্নি (ফুটবল), সাধারন সদস্য পদে ৫ নং আসনে গিয়াস উদ্দিন (হাতি), মো. ইদ্রিস আলী (অটো রিক্সা) ও আব্দুস সোবাহান খান (তালা) ।

একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদে সরদার মো. শাহ আলম, সংরক্ষিত আসনে সদস্য পদে রেবা রাণী মন্ডল (আসন-১), শারমিন মৌসুমী কেকা (আসন-৩), সেজুতি বিশ্বাস (আসন ৪), নাসিমা আক্তার (আসন-৫)।

সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- শাখাওয়াত হোসেন অপু সিকদার (আসন-১), এসএম আমিনুল ইসলাম (আসন-২), মো. মনিরুজ্জামান (আসন-৩), ফয়জুর রব আজাদ (আসন-৪), অধ্যক্ষ মো. গোলাম বারী (আসন-৬), আব্দুর রশিদ হাওলাদার (আসন-৭), আব্দুল মান্নান মিয়া “অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল” (আসন-৮), সালাহউদ্দিন আহমেদ সালেক (আসন-৯), সাইদুর রহমান সেন্টু (আসন-১০), মোহাম্মদ আলী খান (আসন-১১), আব্দুল ওয়াহেদ খান (আসন-১২), মাহবুব হোসেন (আসন-১৩), খন্দকার মুজিবুর রহমান (আসন-১৫) ও ইঞ্জিনিয়ার মো. হাতেম আলী (আসন-১৬)।
    
আতিকুর রহমান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।