নাটোরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১০ প্রার্থী নির্বাচিত
নাটোর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাজেদুর রহমান খাঁনসহ সংরক্ষিত মহিলা সদস্য তিনজন এবং অপর ৬ জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সোমবার বিকেল ৩টায় প্রতীক বরাদ্দ পূর্ব অনুষ্ঠানে ১০ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাটোর জেলা পরিষদের সাবেক প্রশাসক ও নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া মহিলা সংরক্ষিত ১নং ওয়ার্ডে অ্যাড. মানষী মৈত্র, ২নং ওয়ার্ডে আঞ্জুয়ারা পারভীন এবং ৫নং ওয়ার্ডে ফরিদা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অপরদিকে সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে সালাউদ্দিন ২নং ওয়ার্ডে রায়হান কবির ৩নং ওয়ার্ডে সাজ্জাদ হোসেন ৭নং ওয়ার্ডে আলী আকবর ১২নং ওয়ার্ডে বদিউর রহমান এবং ১৫নং ওয়ার্ডে মতিউর রহমান নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কর্মকর্তা ও নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, সকল প্রার্থীর বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
উল্লেখ্য, নাটোর জেলা পরিষদ নির্বাচনে ১৫ জন সদস্য এবং পাঁচজন সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
রেজাউল করিম রেজা/এআরএ/পিআর