বাল্য বিয়ের আয়োজন করায় কনের মায়ের কারাদণ্ড


প্রকাশিত: ০২:৫২ পিএম, ০৬ মার্চ ২০১৫

বাল্য বিয়ের আয়োজন করায় করায় কনের মা রওশন আরা খাতুন (৫৫) নামের এক নারীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন এ দণ্ড প্রদান করেন। দন্ডিত রওশন আরাকে দুপুরেই মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করেছে গাংনী থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গাংনীর ভোলাডাঙ্গা গ্রামের আশরাফ সিদ্দিকী ও রওশন আরার মেয়ে আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী জান্নাতুলের বিয়ের আয়োজন করা হয় পার্শ্ববর্তী বামানগর গ্রামের জনৈক রাসেলের সাথে। শুক্রবার বিয়ের সকল আয়োজন সম্পন্ন হবার কথা ছিলো। অপেক্ষা শুধু বর পক্ষের আগমনের। এমন সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন ঘটনাস্থলে উপস্থিত হলে বাড়ির সকলে পালিয়ে গেলেও আটক হয় কনের মা রওশন আরা খাতুন।

পরে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করার অপরাধে বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ৬ ধারায় মা রওশন আরাকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের সশ্রম করাদণ্ড দেয়া হয়।     

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।