১১ মাসেও হয়নি শরীয়তপুর আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি


প্রকাশিত: ০৯:৫১ এএম, ১৪ ডিসেম্বর ২০১৬

সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়ে কোনো রকমে চলছে জেলা আওয়ামী লীগের কর্মকাণ্ড। শরীয়তপুর  জেলা আওয়ামী লীগের সম্মেলনের ১১ মাস পার হয়ে গেলেও এখনও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি।
 
দলীয় সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি  জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক এ দুই পদ নির্বাচিত করেন। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি পদ্মাসেতু বাস্তবায়ন পরিষদের সভাপতি সাবেদুর রহমান খোকা শিকদার ও পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন অনল কুমার দে।

তবে এখনো পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগের কিছু কিছু কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা মারা যাওয়া বা বহিষ্কারের পর ওসব কমিটির কাজ চলছে ভারপ্রাপ্তদের দিয়ে।

এতে করে জেলা ও উপজেলা পর্যায়ে আওয়ামী লীগ নেতা-কর্মীরা দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছে দলের অনেকেই।

শরীয়তপুর সদর পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ মজলিস খান বলেন, জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হলেও পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়নি এখন পর্যন্ত। শুনেছি জেলা পরিষদ নির্বাচনের পর নাকি পূর্ণাঙ্গ কমিটি দেয়া হবে।

জেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক অ্যাডভোকেট আলমগীর মুন্সী বলেন, জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের ১১ মাস পার হয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়নি। তার কারণে জেলা আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। আমরা চাই অতি দ্রুত শরীয়তপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি দেয়া হোক।

জেলা পরিষদ নির্বাচনের পর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি দেয়া হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।

এ বিষয়ে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

মো. ছগির হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।