৪৫ বছর পর ২৪ শহীদের নামে স্মৃতি ফলক


প্রকাশিত: ১০:২০ এএম, ১৪ ডিসেম্বর ২০১৬

স্বাধীনতার ৪৫ বছর পর মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা এলাকায় শহীদ ২৪ জনের নামে নির্মিত হলো স্মৃতি ফলক। আনুষ্ঠানিকভাবে বিনর্ম শ্রদ্ধায় স্মরণ করা হলো একাত্তরের শ্রেষ্ঠ সন্তানদের।

মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে রাজাকারদের সহযোগিতায় মুক্তিকামী এসকল মানুষকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী।

বুধবার দুপুরে তেওতা একাডেমী উচ্চ বিদ্যালয়ের সামনে প্রথমে শহীদ স্মৃতি ফলক উন্মোচন করা হয়। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ২৪ জন শহীদকে। এরপর জমিদার বাড়ি প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়।

নারকীয় সেই হত্যাকাণ্ড, অগ্নিসংযোগেরর বর্ণনা করেন মুক্তিযোদ্ধা এবং প্রত্যক্ষদর্শীরা। বক্তারা দাবি তোলেন, ঘটনার সঙ্গে জড়িত রাজাকারদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনার।

মানিকগঞ্জ বিজয় মেলা উৎযাপন কমিটির চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ পৌর মেয়র মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, বিজয় মেলা কমিটির সদস্য সচিব আজহারুল ইসলাম আরজু প্রমুখ।

বি.এম খোরশেদ/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।