মাধবপুরে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু


প্রকাশিত: ১০:১০ এএম, ১৫ ডিসেম্বর ২০১৬

হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। আখাউড়া-সিলেট রেলওয়ে সেকশনের মাধবপুরের ইটাখোলার অদূরে পরমানন্দপুর নামক স্থান থেকে অজ্ঞাতনামা (৪০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

অন্যদিকে, নয়াপাড়া রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালে সকালে জুয়েল (২৭) নামে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। নিহত জুয়েল উপজেলার ইটাখোলা গ্রামের মিজানুর রহমানের ছেলে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার শায়েস্তাগঞ্জ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত নিহত নারীর পরিচয় নিশ্চিত করা যায়নি।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।