বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর কেউ নেই!
মহান বিজয় দিবসে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়টি তালাবদ্ধ রয়েছে। শুধু তাই নয় কার্যালয়টিতে বাজেনি বঙ্গবন্ধুর ভাষণ, বাজেনি বিজয়ের কোনো গান।
জানা যায়, প্রতি বছর বিজয় দিবসের দুইদিন আগ থেকেই মাইক দিয়ে বঙ্গবন্ধুর ভাষণ ও বিজয়ের গান শোনা যায়। কিন্তু এ বছর তা না হওয়ায় দৃষ্টি কেড়েছে অনেকেরই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৭টায় কার্যালয়টি তালাবদ্ধ রয়েছে। আশেপাশে কিংবা কার্যালয়ে কোনো আওয়ামী লীগ নেতাকর্মী নেই।
স্থানীয় লোকজনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা জানান, প্রতিবছর তো দেখি ২৬ শে মার্চ মহান স্বধীনতা দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ২ দিন আগ থেকেই এই জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিভিন্ন আয়োজন থাকে। এ বছর তো দেখলাম না। আওয়ামী লীগ অফিসও তো তালাবদ্ধ।
এ ব্যাপারে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুর রব মুন্সী বলেন, মহান বিজয় দিবসে জেলা আওয়ামী লীগের কার্যালয়টি তালাবদ্ধ থাকাটা খুবই দুঃখজনক ও লজ্জাজনক।
তিনি বলেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন কারণে ঝিমিয়ে পড়েছে। আমি আশা করি আগামী দিনে জেলা আওয়ামী লীগ উজ্জিবিত হবে এবং সম্মিলিতভাবে তাদের কাজগুলো করবে।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেদুর রহমান খোকা সিকদার বলেন, আমিতো আমাদের নেতা কর্মীদের বলেছিলাম আওয়ামী লীগের কার্যালয়টি খুলে রাখতে।
তিনি বলেন, জাতীয় পতাকা টাননো হয়েছে। আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারেও ফুল দিয়েছি।
ছগির হোসেন/এফএ/এমএস