খালেদা জিয়া গণতন্ত্র নিয়ে মায়াকান্না করছেন


প্রকাশিত: ০১:১৫ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৬

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র নিয়ে মায়াকান্না শুরু করেছেন। এটা তার শোভা পায় না।

শনিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

গণতন্ত্র নিয়ে খালেদা জিয়ার মায়াকান্নাকে মাছের মায়ের পুত্র শোক আখ্যায়িত করে তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া আবার গণতন্ত্রে প্রবেশ করার চেষ্টা করছেন। কিন্তু যাদের গায়ে মানুষ পোড়ানোর গন্ধ, হাতে রক্তের দাগ, পিঠে দুর্নীতির ছাপ, তাদের গণতন্ত্রে থাকার কোনো অধিকার নেই।

এ সময় কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

আল-মামুন সাগর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।