রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে জাসদের কর্মসূচি


প্রকাশিত: ১০:২৯ এএম, ১৮ ডিসেম্বর ২০১৬

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে রোববার দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা জাসদ সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি, সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন বাবু ও জাসদ ছাত্রলীগের জেলা শাখার সভাপতি মো. সোলাইমান খান প্রমুখ।

বক্তারা মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন এবং হত্যার ঘটনার নিন্দা জানিয়ে সে দেশের সরকারের কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে অবিলম্বে এ হত্যা ও নির্যাতন বন্ধের দাবি জানান তারা।

বি.এম খোরশেদ/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।