পলাশবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
গাইবান্ধার পলাশবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ইয়ান আহম্মেদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার বেতকাপা ইউনিয়নের হাসনেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে এই ঘটনা ঘটে।
ইয়ান আহম্মেদ গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলসিঘাট এলাকার অ্যাড. ইসতিয়াক আহম্মেদের ছেলে।
বেতকাপা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়েছে।
জিল্লুর রহমান পলাশ/এআরএ/পিআর