বান্দরবানে ফ্রি ওয়াই ফাই জোন


প্রকাশিত: ০৫:৪৭ এএম, ০৯ মার্চ ২০১৫

ফ্রি ওয়াই ফাই জোনের আওতায় আনা হচ্ছে পর্যটন শহর বান্দরবানকে। তৃণমূল পর্যায়ে ইন্টারনেটের ব্যবহার ও প্রযুক্তির সুবিধা পৌছে দিতেই  বান্দবান জেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে। শহরের এক হাজার মিটার এলাকায় প্রাথমিক পর্যায়ে এই সুবিধা দেয়া হবে।

জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। শহরের বাস স্টেশন থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের আশেপাশের এক হাজার মিটার এলাকায় আওতায় ওয়াই ফাইয়ের মাধ্যমে ফ্রি ইন্টারনেট সুবিধা পাবে সব শ্রেণি-পেশার মানুষ ।

বান্দরবান সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র সঞ্জয় দাশ বলেন, ছাত্রদের জন্য খুব উপকার হবে । প্রযুক্তি ব্যবহার করে শিক্ষাক্ষেত্রে এ অঞ্চলের ছেলেমেয়েরা আরো সামনের দিকে এগিয়ে যাবে ।

পৌর চেয়ারম্যান জাবেদ রেজা জানান, পর্যটন শহর বান্দরবানকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলার অংশ হিসেবেই এটি করা হচ্ছে। এদিকে শহরে ওয়াই ফাই জোন চালু করতে বিটিসিএলকে প্রাথমিক কাজ শুরু করার জন্য জেলা প্রশাসন থেকে সহায়তা চাওয়া হয়েছে।

আর ফ্রি ওয়াই ফাইয়ের সুবিধা এলাকাবাসী খুব তাড়াতাড়ি ভোগ করবে বলে জানান জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী ।  

এসএইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।