শেরপুরে ভটভটি উল্টে নিহত ২


প্রকাশিত: ১০:৩০ এএম, ০৯ মার্চ ২০১৫

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পিকনিক স্পট গজনী অবকাশে যাওয়ার পথে ভটভটি উল্টে ২ জন নিহতসহ আহত হয়েছে আরো ১০ জন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সেকান্দর আলীর ছেলে দুলাল মিয়া (৩৫) এবং শ্রীবর্দী উপজেলার ফকির মিয়া। ঝিনাইগাতী থানার ওসি ফসিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বনভোজনের উদ্দেশ্যে গজনী অবকাশে যাওয়া পথে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনা কবলিত ভটভটিটি উল্টে রাস্তার পাশে লেকে পরে যায়। এ সময় ঘটনাস্থলেই দুলাল মিয়া (৩৫) নিহত হয় এবং ঝিনাইগাতী হাসপাতালে নেওয়ার পর আহত ফকির মিয়ার মৃত্যু হয়।

আহতদের ঝিনাইগাতী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।