গাইবান্ধায় আবারও অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
গাইবান্ধা জেলার সকল রুটে আবারও বুধবার ভোর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মোটর-মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা মোটর-মালিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গৌতম কুমার সরকার বিশু এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৩ ডিসেম্বর দুপুরে গাইবান্ধা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সভায় সদস্যদের কথা না বলতে দেয়ার জের ধরে দফায় দফায় দুই গ্রুপের সংঘর্ষ হয়। জেলা ট্রাক, ট্যাংক লরি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোক্তাদুর রহমান মিটুর উপর হামলা ও শ্যামলী কাউন্টার ভাঙচুরের প্রতিবাদে ধর্মঘটের ডাক দেয় জেলা মোটর-মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
এর আগে গত ১৩ ডিসেম্বর সন্ধ্যা থেকে জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়। পরে বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসকের হস্তক্ষেপে ১৭ ডিসেম্বর ভোর ছয়টা পর্যন্ত পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়।
জেলা ট্রাক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জানান, মালিক সমিতির সাধারণ সম্পাদক মোক্তাদুর রহমান মিটুর উপর হামলা ও শ্যামলী কাউন্টার ভাঙচুরের ঘটনায় সদর থানায় ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪৩ জনকে আসামি করে মামলা করা হয়।
কিন্তু ওই মামলায় চারজনকে গ্রেফতার করলেও ঘটনার সঙ্গে জড়িত মুল হোতাদের এখনো গ্রেফতার করেনি পুলিশ। অবিলম্বে আসামিদের গ্রেফতার না করা পর্যন্ত জেলায় পরিবহন ধর্মঘট চলবে।
এদিকে, অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়ার কারণে জেলা শহরে আসা ব্যবসায়ীরাসহ যাত্রী সাধারণ পড়েছেন বিপাকে।
বুধবার রাত সোয়া ৭টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের শাপলা মিলস এলাকায় দেখা যায়, রাস্তার পাশে অনেক মালবাহী ট্রাক ও পিকআপ আটকা পড়েছে।
এতে করে ট্রাক ও পিকআপ চালকেরা যেমন বিপাকে পড়েছেন তেমনি টাকা দিয়ে মালামাল কেনেও তা ব্যবসা প্রতিষ্ঠানে তুলতে পারছেন না ব্যবসায়ীরা। অনেক ব্যবসায়ী আবার বাধ্য হয়ে অন্য যানবাহনে করে মালামালগুলো ব্যবসা প্রতিষ্ঠানে আনা-নেয়া করতে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন।
অপরদিকে, অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ফলে গাইবান্ধা থেকে সকল গন্তব্যে চলাচলকারী যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে চরম ভোগান্তিতে পড়বে জেলার যাত্রী সাধারণ।
জিল্লুর রহমান পলাশ/এএম/আরআইপি