জুমের আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই
ফাইল ছবি
বান্দরবানের লামা উপজেলায় জুমের আগুনে ১৫টি কাঁচা বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি বৈক্ষ্যং ত্রিপুরা পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে জুমের আগুনের ফুলকি বৈক্ষম ত্রিপুরা পাড়ার সীমন ত্রিপুরার ঘরের চালের উপর পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়লে ১৫ ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা ২ ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে ।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এমএএস/আরআই