হবিগঞ্জে টমটম উল্টে নিহত ১
হবিগঞ্জ শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় ব্যাটারি চালিত ইজিবাইক উল্টে শাহেদ আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহেদ আলী বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের আতাহার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহেদ আলী শুক্রবার তার শ্বশুড় বাড়ি সদর উপজেলার জগতপুরে বেড়াতে যান। সকালে পাইকপাড়া বাজার থেকে রড, সিমেন্ট ও টিন ক্রয় করে একটি ইজিবাইকযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
ইজিবাইকটি জেলা সদরের নতুন বাস টার্মিনাল এলাকায় পৌঁছলে একটি গর্তে পড়ে এটি উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ দাস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/জেআইএম