ঝিনাইদহে মৌমাছি পালন প্রশিক্ষণ শুরু


প্রকাশিত: ০৩:৩২ এএম, ১১ মার্চ ২০১৫

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় শুরু হয়েছে ১৫ দিনব্যাপী মৌমাছি পালন প্রশিক্ষণ । বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)এর  আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌচাষ  উন্নয়ন প্রকল্পের আওতায় শুরু হওয়া এ প্রশিক্ষণ শেষ হবে আগামী ২৪ মার্চ।  প্রশিক্ষণে ৫ টি পরিবারের ১০জন ও আরো অতিরিক্ত ১৫ জনসহ মোট ২৫ জন অংশ নিচ্ছে।

জেলার কালীগঞ্জ পৌরসভাধীন বলিদাপাড়ার প্রশিক্ষণ ও বিকাশ কেন্দ্রের হলরুমে এই প্রশিক্ষণ উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন। বিসিকের ডেপুটি ম্যানেজার সন্তোষ কুমার তালুকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোশাররফ হোসেন, বিসিক এর সম্প্রসারণ কর্মকর্তা সেলিনা পারভীন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার এসএম শাহীন হোসেন প্রমুখ।

এসএইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।