বিনা পয়সায় গ্রাম-গঞ্জে সার্কাস দেখান আজাদ
পিরোজপুরের কেউন্দিয়া হাই স্কুল মাঠে প্রদর্শিত হয়েছে ভ্রাম্যমাণ সার্কাস। শনিবার রাতে কেউন্দিয়া হাই স্কুল মাঠে এ সার্কাস প্রদর্শিত হয়। বিনা পয়সায় গ্রাম-গঞ্জে এ সার্কাস দেখান সাতক্ষীরার মো. আবুল কালাম আজাদ।
সুদূর সাতক্ষীরা থেকে মো. আবুল কালাম আজাদ পারিবারিকভাবে একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে দেশের বিভিন্ন অঞ্চলের গ্রামে-গঞ্জে শিশু কিশোর বৃদ্ধসহ সব ধরনের মানুষকে বিনোদন দেয়ার জন্য এ সার্কাস প্রদর্শন করে থাকেন।
জানা যায়, বাংলাদেশের ঐতিহ্যবাহী ব্রিটিশ আমলে তৈরি দি লক্ষ্মন দাস রয়েল বেঙ্গল সার্কাস পার্টিতে দীর্ঘদিন কর্মরত থাকার পরে সার্কাস পার্টি বিলুপ্ত হয়। এরপর সংসারের অভাব অনটন দূর ও নিজেদের বাঁচিয়ে রাখার তাগিদে পারিবারিকভাবে এ ভ্রাম্যমাণ সার্কাস প্রতিষ্ঠা করে গ্রামে-গঞ্জে ছুটে চলা তার।
বিনা টিকিটে গ্রামে-গঞ্জে এ সার্কাস দেখান তিনি। মানুষদের বিনোদনের এ ধরনের মাধ্যম এ প্রথম তাকে মানবিক সহায়তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন সবাই।
আবুল কামাল জানান, তার ভ্রাম্যমাণ সার্কাস প্রদর্শনের সময় যে যা পারে সে খুশি হয়ে সাহায্য করে এবং সেই অর্থ দিয়েই তার সংসার চলে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আ. লতিফ খসরু। তিনি তার পরিবারকে আর্থিক সহায়তা ও শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করছেন।
হাসান মামুন/এএম/জেআইএম