বান্দবরানে পাহাড়ি বাঙালি সংঘর্ষে আহত ১৫


প্রকাশিত: ১১:৩৭ এএম, ১১ মার্চ ২০১৫

বান্দরবানে পাহাড়ি বাঙালি সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত হয়েছেন ছয়জন। এদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, মংবাথোয়াই কার্বারী (পাড়া প্রধান), উশৈথোয়াই মার্মা, পরিমল চাকমা, রকি তঞ্চঙ্গ্যা, রিপন তঞ্চঙ্গ্যা ও রাম বাবু মার্মা।

বুধবার দুপুরে শহরের বালাঘাটা বাজার এলাকায় উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করতে শহরের বিভিন্ন এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিকেলের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বান্দরবানে আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার আগমনকে কেন্দ্র করে পাহাড়ি বাঙালির মধ্যে এ উত্তেজনা সৃষ্টি হয়।

জানা যায়, সন্তু লারমার বহরের পেছনের একটি জীব গাড়িকে বালাঘাটা বাজার এলাকায় বাঙালিরা বাধা দেয়। এতে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে পাহাড়ি বাঙালি সংঘর্ষের রূপ নেয়। উভয়ের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া চলে।

এ ঘটনায় বান্দরবানের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য বলেন, সন্তু লারমার আগমনকে কেন্দ্র করে এ ঘটনা হয়। বর্তমানে পরিস্থিতি ভালো তবুও শহরে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।