খাগড়াছড়িতে মঙ্গলবার অবস্থান কর্মসূচির ডাক
সংশোধিত ভূমি কমিশন আইন বাতিলের দাবিতে মঙ্গলবার খাগড়াছড়িতে অবস্থান কর্মসূচি ও সমাবেশের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন।
রোববার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান খাগড়াছড়ি জেলা সমঅধিকার আন্দোলনের সভাপতি অ্যাড. মো. আবদুল মালেক মিন্টু।
সংশোধিত পাবর্ত্য ভূমি কমিশন আইন বাতিলের দাবিতে মঙ্গলবার খাগড়াছড়িস্থ পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের প্রধান কার্যালয় সংলগ্ন সড়কে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করার বিষয়টি নিশ্চিত করে অ্যাড. মো. আবদুল মালেক মিন্টু জানান, কর্মসূচি সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত, পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল-হক এর মঙ্গলবার খাগড়াছড়ি সফরের কথা রয়েছে।
মুজিবুর রহমান ভুইয়া/এফএ/পিআর