পঞ্চগড়ে বৃষ্টিতে জেঁকে বসেছে শীত


প্রকাশিত: ১২:১৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৬

উত্তরের জেলা পঞ্চগড়ে শীত জেঁকে বসেছে। সোমবার সকাল থেকে টিপটিপ বৃষ্টি আর ঘন কুয়াশার কারণে কনকনে শীতে কাবু হয়ে পড়েছেন স্থানীয়রা। ব্যাহত হচ্ছে খেটে খাওয়া মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। প্রায় দুই লাখ শীতকাতর মানুষের বিপরীতে সরকারিভাবে ২১ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বেসরকারিভাবেও কম্বলসহ কিছু শীতবস্ত্র বিতরণ হলেও তা চাহিদার তুলনায় তা অতি নগণ্য।

পঞ্চগড়ে কয়েকদিন ধরে দিনের আলোয় শীতের তেমন তীব্রতা ছিল না। তবে রাতভর কুয়াশা ঝড়ছে বৃষ্টির মত। সোমবার সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সঙ্গে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বৃষ্টির সঙ্গে দিনের ঘন কুয়াশাতেও দুর্ভোগে পড়েছেন মানুষ। তীব্র শীত আর গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে ছাতা মাথায় দৈনন্দিন কাজে নেমেছেন লোকজন।

তবে ঘনকুয়াশায় যানবাহন চলাচল কমে গেছে। বিশেষ করে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন চালকদের। আর নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে বিরক্ত যাত্রীরা। জেলা শহরের মলানি বোদাপাড়া গ্রামের রংপুরগামী যাত্রী শারমিনা বেগম বলেন, দেড় ঘণ্টা হলো গাড়ির জন্য বসে আছি। শীতের কারণে নির্ধারিত সময়ে গাড়ি ছাড়ছে না।

শহরের হানিফ পরিবহনের সুপার ভাইজার ফারুক বলেন, রংপুরের পর থেকেই শুরু হয় ঘনকুয়াশা। হেডলাইট জ্বালিয়েও কিছু দেখা যায় না। এজন্য ঢাকা থেকে আসতে কিছুটা দেরি হয়েছে।

পঞ্চগড় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আলিম খান ওয়ারেশী বলেন, শীতকাতর মানুষদের সহায়তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতের কম্বলসহ এ পর্যন্ত ২১ হাজার ৪১০ পিস শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া বেসরকারি পর্যায়ে অনেকে শীতবস্ত্র বিতরণ করছে। তবে আরও শীতবস্ত্রের জন্য সংশ্লিষ্ট দফতরে আবেদন করা হয়েছে।

সফিকুল আলম/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।