সাঁওতাল পল্লীতে পিবিআই


প্রকাশিত: ০৬:০৭ এএম, ২৭ ডিসেম্বর ২০১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে বসতি গড়ে তোলা সাঁওতাল পল্লীতে হামলা, ভাঙচুর, আগুন ও গুলি করে তিন সাঁওতাল হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আকতার হোসেনের নেতৃত্বে একটি তদন্ত টিম মাদারপুর ও জয়পুরপাড়ার সাঁওতাল পল্লীতে পৌঁছে।

শুরুতে তদন্ত টিম ক্ষতিগ্রস্ত মাদারপুর ও জয়পুরপাড়া ঘুরে দেখেন। এসময় তারা ক্ষতিগ্রস্ত সাঁওতালদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে খামারের জমিতে বসতি থাকা এলাকাও ঘুরে দেখেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আকতার হোসেন সাংবাদিকদের বলেন, সাঁওতালদের ওপর হামলার ঘটনায় স্বপন মুরমু ও থোমাস হোমের দায়ের করার মামলার তদন্ত করতে সাঁওতাল পল্লীতে এসেছেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত সাঁওতালদের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষ হলে প্রতিবেদন পাঠানো হবে।

এছাড়া একই সঙ্গে উচ্চ আদালতের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি মাদারপুর ও জয়পুরপাড়ার সাঁওতাল পল্লীতে পৌঁছেছেন।

বেলা ১১টার দিকে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল্লাহ ঘটনা তদন্ত করতে সেখানে অবস্থান নেয়া সাঁওতালদের সঙ্গে কথা বলেন। এসময় সাঁওতালরা ৬ নভেম্বরের ঘটনা সম্পর্কে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অবগত করেন। এছাড়া ক্ষতিগ্রস্ত সাঁওতালদের পুড়ে যাওয়া ঘরের কাঠসহ বেশ কিছু আলামত সংগ্রহ করেন।

গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল্লাহ সাংবাদিকদের জানান, উচ্চ আদালতের নির্দেশে ব্যক্তিগত ছুটি সংক্ষিপ্ত করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সাঁওতালদের কাছ থেকে হামলার ঘটনার বর্ণনা শুনেছেন। তদন্ত কার্যক্রম পর্যায়ক্রমে চলবে। তদন্ত শেষে প্রতিবেদন উচ্চ আদালতে পাঠানো হবে।

তদন্তের নির্দেশ হাইকোর্টের
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশ আগুন দিচ্ছে- এমন একটি নতুন ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ঘটনার তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ৮ জানুয়ারি দিন ধার্য রয়েছে।

একই সঙ্গে স্বপন মুর্মু ও থমাস হেমব্রমের করা মামলা পুলিশের তদন্ত সংস্থাকে(পিবিআই) তদন্ত করারও নির্দেশ রয়েছে।

একই সঙ্গে গত ২৬ নভেম্বর স্থানীয় সাঁওতাল টমাস হেমব্রমের থানায় করা আবেদনকে মামলা (এফআইআর) হিসেবে গ্রহণ করে তদন্তের জন্য রংপুর রেঞ্জের ডিআইজিকে নির্দেশ দিয়েছিলেন আদালত। পুলিশ সুপারের নীচে নয় এমন কোনো কর্মকর্তার তত্ত্বাবধানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এই মামলার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আইন ও শালিস কেন্দ্রের করা এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই নির্দেশ দিয়েছিলেন।

গত ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীর চিনিকল কর্তৃপক্ষের জমি দখলে নিতে গিয়ে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এই ঘটনায় গোলাগুলিতে তিন সাঁওতাল নিহত ও অন্তত ৩০ জন আহত
হন।

জিল্লুর রহমান পলাশ/আরএআর/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।