মাটিরাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে সেনা সদস্যসহ আহত ১৫


প্রকাশিত: ১১:১২ এএম, ২৭ ডিসেম্বর ২০১৬
ফাইল ছবি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেছে সেনাবাহিনীর ট্রাক। এসময় তিন সেনা সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে মাটিরাঙ্গার বাইল্যাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গুইমারা রিজিয়নের আওতাধীন ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি থ্রি-টন খাগড়াছড়ি থেকে সিন্ধুকছড়ি জোন সদরে ফেরার পথে বাইল্যাছড়ি এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি বাস (কুমিল্লা-জ-০৪-০১৬৩) সামনের দিক থেকে সজোরে আঘাত করে। এতে সেনাবাহিনীর থ্রি-টন ও বাসটি ধুমড়ে-মুচড়ে যায়।

আহতরা হলো, ৮ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্ধুকছড়ি জোনের থ্রি-টন গাড়িচালক সার্জেন্ট মো. আকমল হোসেন (৪১), ল্যান্সকর্পোরাল রায়হান হোসেন (২৪) ও ল্যান্সকর্পোরাল মো. সিরাজুল ইসলাম, বাসচালক মো. ইয়াকুব আলী ও মোরশেদা বেগম (৪০)। বাকিদের পরিচয় জানা যায়নি।

ctg

ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশ আহতদের উদ্ধার করে। পরে আহত তিন সেনা সদস্যকে গুইমারা সামরিক হাসপাতালে (সিএমএইচ) ও অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে ১০ জন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করলেও গুরুতর আহত বাসচালক মো. ইয়াকুব আলীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, এনডিসি, পিএসসি-জি, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজু, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক ও মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো প্রমুখ।

news

দুর্ঘটনার পর সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকার পর সেনাবাহিনীর সহায়তায় দুর্ঘটনা কবলিত ক্ষতিগ্রস্ত গাড়ি সরানোর পর সড়কটি যান চলাচলের উপযোগী হয়।

বাসটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো জানান, বাস চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।