চাঁপাইনবাবগঞ্জে শিবির কর্মীকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০৬:৪৯ এএম, ১২ মার্চ ২০১৫

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচরে বৃহস্পতিবার সকালে এক শিবির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আরিফুল ইসলাম (১৭) রেহাইচর-হঠাৎপাড়া গ্রামের রমজান আলীর ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের একাদ্বশ শ্রেণীর ছাত্র।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোত্তুর্জা জানান, সকাল সাড়ে ৯টার দিকে কলেজে যাওয়ার সময় ফুলকুঁড়ি ইসলামিক একাডেমির পেছনে আমবাগানে আরিফুলকে কুপিয়ে হত্যা করা হয়। অভ্যন্তরীন দ্বন্ধের জের ধরে শিবিরকর্মীরা তাকে কুপিয়ে হত্যা করেছে। হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে তিনি জানান।

তবে জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক শহীদুল ইসলাম পুলিশের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছে, সারাদেশের গুম-খুনের ধারাবাহিকতায় সরকার দলীয় সন্ত্রাসীরাই আরিফুলকে হত্যা করেছে।

এসএইচএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।