সোনাগাজীতে পিস্তলসহ দুই যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৫ এএম, ২৮ ডিসেম্বর ২০১৬

ফেনীর সোনাগাজী থেকে পিস্তলসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৭ । বুধবার সকালে তাদেরকে সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭  ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, মঙ্গলবার রাতে  গোপন সংবাদের ভিত্তিতে  মডেল থানাধীন চরডুব্বা গ্রামস্থ হাবিবুল্লাহ হাজীর বাড়িতে অভিযান চালিয়ে আলাউদ্দিন আলো (২৮) ও  নজরুল ইসলামকে (২৭) গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে একটি ইউএসএ বিদেশি পিস্তল, একটি ওয়ানশুটার গান, তিন রাউন্ড বুলেট, একটি ম্যাগজিন, তিন রাউন্ড ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনাগাজী থানায় একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।

জহিরুল হক মিলু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।