হবিগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত


প্রকাশিত: ১০:৫০ এএম, ২৮ ডিসেম্বর ২০১৬

হবিগঞ্জের ১৫টি সাধারণ ও ৫টি সংরক্ষিত মহিলা আসনে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত।

এর মধ্যে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এর আগে এ জেলায় চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরী। এদিকে নির্বাচনে সদস্য পদে অধিকাংশ আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন।

নির্বাচিত সাধারণ সদস্যরা হলেন, ১নং ওয়ার্ডে নাজমুল হাসান, ২নং ওয়ার্ডে মনির হোসেন খান, ৩নং ওয়ার্ডে আশিক মিয়া, ৪নং ওয়ার্ডে আব্দুল মালিক, ৫নং ওয়ার্ডে আব্দুল মতিন, ৬নং ওয়ার্ডে সুলতান মাহমুদ, ৭নং ওয়ার্ডে আলাউর রহমান সাহেদ, ৮নং ওয়ার্ডে নূরুল আমিন ওসমান, ৯নং ওয়ার্ডে আব্দুল মুকিত, ১০নং ওয়ার্ডে আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ১১নং ওয়ার্ডে মোর্শেদ কামাল, ১৪নং ওয়ার্ডে সৈয়দ শামীম, ১৫নং ওয়ার্ডে মহিউদ্দিন কামাল।

এখানে ১২নং ওয়ার্ডে আদালতে মামলা থাকায় একটি কেন্দ্রে নির্বাচন কমিশনের নির্দেশে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। ১৩নং ওয়ার্ডে মামুনুর রশিদ ও ফরিদ আহমেদ তালুকদার ২৫টি করে ভোট পেয়েছেন। ফলে এ ওয়ার্ডে কাউকেই বিজয়ী ঘোষণা করা হয়নি।

সংরক্ষিত মহিলা আসনে বিজয়ীরা হলেন (সংরক্ষিত ১) রওশন আরা আক্তার ভূইয়া লাকী, (সংরক্ষিত ২) শিরিন আক্তার, (সংরক্ষিত ৩) আলেয়া বেগম, (সংরক্ষিত ৪) সালেহা বেগম ও (সংরক্ষিত ৫) ফাতেমাতুজ্জহুরা রীনা।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।