ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩১ এএম, ২৯ ডিসেম্বর ২০১৬

খাগড়াছড়ির রামগড়ে উচাইন্দা মগিনী (২৭) নামে এক গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৭টার দিকে সীমান্তবর্তী রামগড় উপজেলার সোনাইআগা পাহাড়ি পল্লীতে এ ঘটনা ঘটে।

আহত উচাইন্দা মগিনী সোনাইআগা গ্রামের বাসিন্দা  চাইলাপ্রু মারমার স্ত্রী। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়েছে।

রামগড় থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন বুধবার রাত সাড়ে ৭টার দিকে টয়লেটে যাওয়ার সময় মুখোশ পড়া দুই ব্যক্তি আকস্মিকভাবে এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় একজন উচাইন্দা মগিনীর মুখ চেপে ধরে  এবং অন্যজন  ধর্ষণের চেষ্টা করে। এসময় ধর্ষণের হাত থেকে বাঁচতে  মুখোশধারী এক দুর্বৃত্তের হাতের আঙুলে কামড় দেয় সে। এ সময় অন্যজন ধারালো দা দিয়ে গৃহবধূর বাম হাতে কোপ দেয়। এসময় তার চিৎকারে ঘর থেকে স্বামী বেরিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

গুরতর আহত অবস্থায় প্রথমে গৃহবধূ উচাইন্দা মগিনীকে রাত ৮টার দিকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় রাত ১০টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, ধারালো দায়ের কোপে তার বাম হাতের রগ কেটে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন  উদ্দিন খান জানান, আহত গৃহবধূর অভিভাবককে থানায় মামলা দায়ের করার পরামর্শ দেয়া হয়েছে। কিন্তু  তারা দুর্বৃত্তদের চিনতে পারেননি বলে পুলিশকে জানিয়েছেন।

মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।