চাঁদপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন


প্রকাশিত: ০২:৫৫ এএম, ৩১ ডিসেম্বর ২০১৬

চাঁদপুর জেলা ছাত্রলীগের ৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে মাত্র ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্র বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) প্রকাশ করা হয়।
 
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত ওই পত্রে আতাউর রহমান পারভেজকে সভাপতি ও পারভেজ করিম বাবুকে সাধারণ সম্পাদক করে চাঁদপুর জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন করা হয়।
 
কমিটির অপর ৬ জন হলেন, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন ও হাসিব পাটোয়ারী, যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান মুন্না ও মো. জহির উদ্দিন মিজি, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল সুজন ও আশরাফুল ইসলাম সোহাগ।
 
নতুন কমিটির সভাপতি আতাউর রহমান পারভেজ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি এবং নতুন সাধারণ সম্পাদক মো. পারভেজ করিম বাবুর হাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নিজে তাদের স্বাক্ষরিত চাঁদপুর জেলা ছাত্রলীগের অনুমোদিত কমিটির কপি তুলে দেন।

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।