খাগড়াছড়িতে হিরোইন ও ইয়াবাসহ তিন ব্যবসায়ী আটক


প্রকাশিত: ০৪:৫৩ এএম, ৩১ ডিসেম্বর ২০১৬

খাগড়াছড়িতে ৩০ লক্ষাধিক টাকার হিরোইন ও ইয়াবাসহ এক তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৩শ গ্রাম হিরোইন ও ৪৩০ পিস ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন।

গ্রেফতারকৃতরা হলেন, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মো. সাজু (৩৮), তার স্ত্রী রিনা বেগম (৩২) ও মাদক ব্যবসায়ী ফারুক হোসেন(২৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সার্কিট হাউজ এলাকায় অভিযান চালিয়ে হিরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবাসীয় সাজুর স্ত্রী রিনা বেগমকে  গ্রেফতার করে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চেঙ্গী স্কয়ার এলাকা থেকে ৪০পিস ইয়াবাসহ ফারুক হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাত ৯টার দিকে সার্কিট হাউজ এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. সাজুকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম হিরোইন এবং ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

হিরোইন ও ইয়াবা উদ্ধারসহ আটকের বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৩০ লক্ষাধিক টাকা। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।

মুজিবুর রহমান ভুইয়া/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।