মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েত নগর এলাকায় মো. জুয়েল মৃথা (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার খানকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল একই এলাকার বাসিন্দা। তিনি কাঁচা মালের ব্যবসায়ী ছিলেন।
নিহতের ভাতিজা এজাজুল ইসলাম জানান, সকালে চাচা (জুয়েল মৃথা) চৌরাস্তার মোড়ে হোটেলে নাস্তা করছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় হেলাল খান ও গিয়াস খান রাম দা, ডেগার দিয়ে প্রকাশ্যে চাচাকে কুপিয়ে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
আরএআর/এমএস