ফেনীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ধর্মঘট
ফেনীতে ৭ দফা দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা পরিষদ।
শনিবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামেনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্ত।
সংগঠনের সাধারণ সম্পাদক শুকদেব নাথ তপনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, জলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজিব খগেস দত্ত, সাধারণ সম্পাদক শুসেনর চন্দ্র শীল, অ্যাডভোকেট বিমল শীল, সমির কর, শিবু মজমুদার, ফেনী সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল বণিক, সাধারণ সম্পাদক লিটন সাহা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্তি চৌধুরী।
৭ দফা দাবির মধ্যে রয়েছে, যুক্ত নির্বাচনের ভিত্তিতে সংসদের ৬০টি আসন সংরক্ষণ, জীবন জীবিকার সর্বক্ষেত্রে যথাযথ অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, সংখ্যালঘু মন্ত্রণালয় ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন ও পার্বত্য ভূমি কমিশন আইন বাস্তাবায়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও সাম্প্রদায়িক নির্যাতন নিপীড়ন অবসান,৭২’র সংবিধান পুনঃপ্রতিষ্ঠাকরণ।
এ ছাড়া জেলার দাগনভূঞা, সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলায় একই কর্মসূচিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়।
জহিরুল হক মিলু/এএম/জেআইএম