সাদুল্যাপুরে বাল্যবিয়ের দায়ে বরের কারাদণ্ড
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বাল্যবিয়ের দায়ে বর মো. মিজানুর রহমান ব্যাপারীকে (২২) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবীব এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান ব্যাপারী সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুরাণ লক্ষ্মীপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।
এর আগে বাল্যবিয়ের দায়ে সাদুল্যাপুর উপজেলার কামারপারা ইউনিয়নের পুরাণ লক্ষ্মীপুর থেকে শুক্রবার রাতে তাকে আটক করে পুলিশ।
সাদুল্যাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রনি কুমার দাস জানান, মিজানুর রহমানের সঙ্গে শুক্রবার রাতে সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের কান্তনগর গ্রামের মোজাফফর হোসেনের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী রিক্তা আক্তারের (১৩) বিয়ে সম্পন্ন হয়। এরপর বর কনে নিয়ে তার বাড়িতে আসে। বাল্যবিয়ের খবর পেয়ে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আহসান হাবীবের নেতত্বে একদল পুলিশ বরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
তিনি আরও জানান, রাতভর বর সাদুল্যাপুর থানা হাজতে ছিল। দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।
জিল্লুর রহমান পলাশ/আরএআর/জেআইএম