শরীয়তপুরে ছাত্রদলের পাল্টাপাল্টি প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শরীয়তপুরে পাল্টাপাল্টি কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলেক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পহেলা জানুয়ারি রোববার বেলা সাড়ে ১১টায় শরীয়তপুর সদর পৌরসভার মনোহর বাজারে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল উদ্দিন বিদ্যুৎ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রুহুল আমিন মুন্সী, সদর থানা ছাত্রদলের সভাপতি রুহুল বেপারী, জেলা তৃণমূল সভাপতি মো. আনোয়ার আখন্দ, সদর থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াস আহম্মেদ ও স্বপন বেপারী প্রমূখ।
অন্যদিকে, পৌরসভার ধানুকা অবস্থিত রাজিয়া সিনেমা হলের সামনে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি`র সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু ও সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম প্রমুখ।
ছগির হোসেন/এফএ/পিআর