মেহেরপুরে প্রধান শিক্ষককে হাতুড়িপেটা
মেহেরপুরের গাংনী উপজেলার ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে (৩৮) হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা।
রোববার সকাল নয়টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে দেবীপুর গ্রামের সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচনে সভাপতি হতে না পেরে মামুন হোসেন নামের এক আওয়ামী লীগ নেতা এ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন প্রধান শিক্ষকের স্বজনরা।
জানা গেছে, সকালে গাংনী শহরের শিশিরপাড়া গ্রাম থেকে মোটরসাইকেলযোগে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন রফিকুল ইসলাম। বামন্দী-তেঁতুলবাড়ীয়া সড়কে দেবীপুর গ্রামের কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দেবীপুর গ্রামের আওয়ামী লীগ নেতা মামুন হোসেন তার উপর হামলা চালান।
এসময় হাতুড়ি দিয়ে তার দুই পা ও কোমরে এলোপাথাড়ি পিটিয়ে পালিয়ে যান মামুন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বামন্দীর একটি ক্লিনিকে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতেল পাঠান চিকিৎসক।
এদিকে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও এলাকাবাসী প্রতিবাদ জানিয়ে বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করে দায়ী মামুনকে দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক সাজা দাবি করেছেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি গঠিত পরিচালনা পর্ষদের নির্বাচনে সভাপতি হওয়ার ইচ্ছে প্রকাশ করেন মামুন। কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি সভাপতি হন। এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনা বলে ধারণা করছেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
তবে বিষয়টি অবগত নন বলে জানিয়েছেন গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
এফএ/আরআইপি