গাইবান্ধায় রেল-সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ


প্রকাশিত: ১০:০১ এএম, ০১ জানুয়ারি ২০১৭

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনকে হত্যা ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে রেল-সড়ক পথে গাছ ফেলে এবং আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে এলাকাবাসী।

রোববার দুপুরে বিক্ষুব্ধ এলাকাবাসী গাইবান্ধা-বামনডাঙ্গা রেলপথ ও বামনডাঙ্গা-রংপুর, বামনডাঙ্গা-নলডাঙ্গা, লক্ষ্মীপুর-গাইবান্ধা ও সুন্দরগঞ্জের বালারছিরা পাকা সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এসময় তারা রেল ও সড়ক পথের দুই ধারের বড় গাছ কেটে সড়কের ওপরে ফেলে রাখে। এছাড়া সড়কের মাঝে মাঝে ইট, কলার গাছ ও টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়।

gaibanda

এদিকে, সকাল থেকে বামনডাঙ্গা রেল স্টেশনে দুইটি ট্রেন আটকা পড়াসহ গাইবান্ধার সকল রেল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে করে সড়কে গাছ ও আগুন জ্বালিয়ে দেয়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

gaibanda

অপরদিকে, রেলপথ ও সড়ক পথে গাছসহ আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টির খবর পেয়ে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদ বিজিবিসহ ঘটনাস্থলে গিয়ে রেলপথ ও সড়ক থেকে গাছ সরিয়ে ফেলে এবং আগুন নিভিয়ে ফেলে।

জিল্লুর রহমান পলাশ/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।