শরীয়তপুরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০১ জানুয়ারি ২০১৭

শরীয়তপুরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টায় শরীয়তপুর সদর উপজেলা সভাকক্ষে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির (এসডিএস) বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)’র নির্বাহী পরিচালক মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন, শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, এসডিএস’র পরিচালক (এমএফ) কামরুল ইসলাম বাদল, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা
ফেরদৌসী আক্তার ও এসডিএস মানব সম্পদ বিভাগের উপপরিচালক অমলা দাস।

এ সময় উপস্থিত ছিলেন, এসডিএস’র মনিটরিং কো-অডিনেটর ইলিয়াস মাদবর, অডিট অফিসার ইকবাল ফারুক, মো. হানিফ, মো. কবির হোসেন, প্রবীণ জনগোষ্ঠীর নারগিস মাদবর প্রমুখ।

মো. ছগির হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।