ভুল না থাকলে মিলবে ফুল
পুলিশ জনগণের বন্ধু। পুলিশের প্রতি মানুষের গতানুগতিক ধ্যান-ধারণা পাল্টে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে মেহেরপুর পুলিশ সুপার।
ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে মোটর যানবাহনের বৈধ কাগজপত্রধারীদের লাল গোলাপ দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ট্রাফিক সার্জেন্টরা।
অপরদিকে কাগজপত্র না থাকায় কয়েকটি যানবাহনের নামে মামলাও দিয়েছেন তারা। রোববার জেলা শহরের চারটি প্রবেশদ্বারে এ আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট শ্যামল বিশ্বাস, সার্জেন্ট ফিরোজ ও টিএসআই টিপু সুলতান জেলা শহরের প্রবেশ দ্বারে দুপুরে যানবাহন পরীক্ষা অভিযান শুরু করেন। 
এ সময় অর্ধশতাধিক মোটরসাইকেল মালিককে একটি করে গোলাপ ফুল দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়। পুলিশের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা পেয়ে খুশি মোটরসাইকেল মালিকরা।
অন্যদিকে একই অভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করে ত্রুটি পাওয়ায় ৪৩টির মামলা দেয়া হয়। রেজিস্ট্রেশন বিহীন ৫টি মোটরসাইকেল আটক করা হয়।
এ প্রসঙ্গে মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, পুলিশ জন মানুষের জন্য। যাদের কাজগপত্র ঠিক আছে তাদের শুভেচ্ছা জানিয়ে সম্মানিত করার মধ্য দিয়ে এক প্রকার প্রচারণাও হচ্ছে।
তিনি আরও বলেন, সনাতান পুলিশিং থেকে বেরিয়ে এসে জনবান্ধব ও অংশীদারিত্বমূলক পুলিশিং ব্যবস্থার প্রচলন। পুলিশের প্রতি মানুষের ভীতি দূর করা। পুলিশ যে মানুষের জন্যই কাজ করছে তা এর মধ্য দিয়েই ফুটে উঠছে।
আসিফ ইকবাল/এএম/জেআইএম