১৬ মাস কারাভোগের পর দেশে ফিরল আজগর
ভারতের কারাগারে দীর্ঘ ১৬ মাস কারাভোগের পর দেশে ফিরেছে বাংলাদেশি কিশোর আজগর আলী।
সোমবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর ওই কিশোরকে হস্তান্তর করা হয়।
দেশে ফেরা ওই বাংলাদেশি কিশোর নওগাঁর সাপাহার উপজেলার পারহাফানিয়া গ্রামের লালচাঁদ আলীর ছেলে।
বিজিবি জানায়, ২০১৫ সালের ১৮ সেপ্টম্বর আজগর আলী নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করলে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের মূর্শিদাবাদ পুলিশ তাকে আটক করে। পরে ভারতের কারাগারের সেভহোমে দীর্ঘ ১৬ মাস আটক থাকার পর সোমবার পতাকা বৈঠকের পর মুক্তি পায় ওই কিশোর।
পতাকা বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ভারতীয় বিএসএফের গেদে কোম্পানি কমান্ডার তারা দত্ত ও ইন্সপেক্টর অমিদ দাস। বিজিরি পক্ষে নেতৃত্ব দেন দর্শনা কোম্পানি কমান্ডান সুবেদার তোফাজ্জেল হোসেন, আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার খলিলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন হাবিলদার ইকবাল হোসেন, দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোনিত কুমার গায়েন দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ শেখ মাহাবুব।
সালাউদ্দিন কাজল/এমএএস/জেআইএম